Login

ব্যবহারিকঃ মাধ্যমিক স্তরঃ সকল বিষয় (৯ম ও ১০ম শ্রেণি)

 

পদার্থবিজ্ঞান

সূচিপত্র
  1. একটি আয়তাকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও বস্তুর আয়তন নির্ণয়
  2. একটু ঢালু তক্তায় মার্বেল গড়িয়ে পড়তে দিয়ে গড় দ্রুতি নির্ণয়
  3. নানাবিধ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন প্রকার গতির মডেল প্রদর্শন
  4. চলন্ত যানবাহনের দ্রুতি নির্ণয়
  5. সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয়
  6. কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়
  7. রাবার ব্যান্ডের ব্যালেন্স তৈরি করে বস্তুর ওজন নির্ণয়
  8. উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন
  9. বিভিন্ন ব্যক্তির চোখে স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব নির্ণয় ও ব্যবহারযোগ্য চশমা শনাক্তকরণ
  10. ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়ায় আধান সৃষ্টি
  11. বাসাবাড়িতে ব্যবহারের উপযোগী বৈদ্যুতিক সার্কিট এর নকশা প্রণয়ন এবং ব্যবহার প্রদর্শন

জীববিজ্ঞান

সূচিপত্র
  1. একটি সরল অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ 
  2. একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ
  3. অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ
  4. অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ অ্যামিবা পর্যবেক্ষণ
  5. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিলের অপরিহার্যতার পরীক্ষা
  6. উদ্ভিদের প্রস্বেদন পরীক্ষা
  7. আলুর ব্লকের সাহায্যে অভিস্রবণ পরীক্ষা
  8. নিঃশ্বাসে নির্গত গ্যাসের প্রকৃতি পর্যবেক্ষণ
  9. উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষা
  10. আলো অন্ধকারাচ্ছন্ন স্থানে রক্ষিত উদ্ভিদের চলন পর্যবেক্ষণ
  11. অঙ্কুরিত ছোলা বীজের সাহায্যে ভু অভিমুখী চলন পর্যবেক্ষণ
  12. ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ
  13. বিশ্রাম এবং শরীরচর্চার পর রক্তচাপ ও পালস রেট এর তুলনা।

রসায়ন

সূচিপত্র
  1. বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা
  2. উর্ধ্বপাতন প্রক্রিয়ায় মিশ্রণ থেকে দুটি উপাদান পৃথকীকরণ
  3. ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ
  4. বর্তনী গঠন করে আয়নিক যৌগের দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা
  5. সোডিয়াম ক্লোরাইড লবনের কেলাস গঠন
  6. দ্রাব্যতা বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ সনাক্তকরণ
  7. নির্দিষ্ট ঘনমাত্রার মোলার দ্রবণ প্রস্তুতি
  8. তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ
  9. কার্বনেট লবণের সাথে পানি ও এসিড মিশ্রিত করে বিক্রিয়া হওয়ার পরীক্ষা
  10. বিকার ড্রপার পিপেট পরিমাপক সিলিন্ডার লিটমাস পেপার ব্যবহার করে ট্রাইটেশন এর মাধ্যমে নির্দিষ্ট আয়তনের এসিড/ক্ষার প্রশমনে প্রয়োজনীয় ক্ষার/এসিড এর আয়তন নির্ণয়
  11. গ্যালভানিক কোষ গঠন করে বিদ্যুৎ উৎপাদন
  12. দুটি জানা লবণের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে পরিবর্তন পর্যবেক্ষণ

উচ্চতর গনিত

সূচিপত্র
  1. y=9x+1 সমীকরণের লেখচিত্র অঙ্কন
  2. 4x+9y=10 সমীকরণের লেখচিত্র অঙ্কন
  3. y=3x²+3x+1 দ্বিঘাত ফাংশনের লেখচিত্র অঙ্কন
  4. x²+9y²=144 সমীকরণের লেখচিত্র অঙ্কন
  5. 6.5cm, 7cm, 7.5cm বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের বহির্বৃত্ত অংকন করে ব্যাসার্ধ নির্ণয়
  6. সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ফাইভ সেন্টিমিটার সমান বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার হলে ত্রিভুজ অঙ্কন ও পরিব্যাসার্ধ নির্ণয়।
  7. এমন একটি বৃত্ত আঁকতে হবে যা 3.2 cm ব্যাসার্ধের একটি বৃত্তকে p বিন্দুতে স্পর্শ করে ও q বিন্দু দিয়ে যায়
  8. লেখচিত্রের সাহায্যে 3x²+3x+1=0 সমীকরনের সমাধান
  9. লেখচিত্রের সাহায্যে x²-5x+3=0 সমীকরনের সমাধান
  10. (n×π/2±©) কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো যেখানে
  11. y=x3-1 ফাংশনের লেখচিত্র অঙ্কন ও বিপরীত ফাংশন নির্ণয়
  12. y=4x ফাংশনের লেখচিত্র অঙ্কন ও বিপরীত ফাংশন নির্ণয়
  13. f(x)=ex সমীকরণের লেখচিত্র অঙ্কন এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয়
  14. f(x)=3x সমীকরণের লেখচিত্র অঙ্কন এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয়
  15. ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়
  16. ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতির সাহায্যে পঞ্চভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়
  17. ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি সাহায্যে ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়
  18. প্রদত্ত বিন্দু সাহায্যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়
  19. একটি আয়তাকার ঘনবস্তুর আয়তন , ৬টি তলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়
  20. পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়
  21. কোনকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়
  22. ফুটবলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধ ও আয়তন নির্ণয়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সূচিপত্র
  1. Microsoft Operating System Software ইন্সটল , আনইন্সটল ও ডিলিট প্রক্রিয়া
  2. Microsoft Word ব্যবহার করে CV তৈরি
  3. Microsoft Excel ব্যবহার করে শিক্ষার্থীদের Result Sheet তৈরি
  4. Microsoft Powerpoint ব্যবহার করে Presentation তৈরি করা ।






1 Comments:

  1. Sir chemistry practical e ektu jhamela are ex:page1 Er por 3, erpor5 ,erpor 7

    ReplyDelete

🤔 কিছু জানতে চাইলে কমেন্টে লিখুন !