Login

HSC: একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত পদ্ধতি

Last Updated: 08.08.2023


⚡HSC Admission⚡
----------------------------------

একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নিচের সাইটে আবেদন করতে হয়:


👉 শর্ত:
১. পর্যায়ক্রমে ৩ বার আবেদন করা যাবে।
২. সর্বনিম্ম ৫টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন (নির্বাচন) করতে হবে।
৩. আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার ব্যবস্থা থাকবে, যা ৫% বরাদ্দ থাকবে।
৪. আবেদন ফি: ১৫০ টাকা।

⚠দ্রষ্টব্য:  অনলাইন ছাড়া সরাসরি কলেজে ভর্তির কোনো ব্যবস্থা নেই।

💥আবেদনের ১ম পর্যায়:
***********************
১. ১ম পর্যায়ের আবেদন ৮ দিন স্থায়ী থাকে। এই ৮ দিনের মধ্যেই আবেদন করতে হবে।
২. ১ম পর্যায়ে যাদি কলেজ পছন্দ না হয় তাহলে মাইগ্রেশন অপশন থাকবে সেটি  'Yes' করে ভর্তি হতে পারবে।মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হতে পারে।
৩. ১ম পর্যায়ে চান্স পেলে,রেজাল্টের ৭ দিনের ভিতর অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে।

⚠ যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করে সেও এই ৮ দিনের ভিতর আবেদন করবে। তবে তাদের ৬-৭ দিন পরে আবারো একটা আবেদন করতে হবে (ফলাফল চেঞ্জ হলে)

💥আবেদনের ২য় পর্যায়:
***********************
১. যাদের ১ম পর্যায়ে কলেজ আসবে না তারা ২য় পর্যায়ে আবার আবেদন করবে।
২. ২য় পর্যায়ের রেজাল্ট, আবেদনের ১দিন পরেই দেওয়া হয়।
৩. ২য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের মধ্যে কলেজ কনফার্ম করতে হবে।
৪. ২য় পর্যায়ে যাদের কলেজ পছন্দ হবে না তাঁরাও মাইগ্রেশন Yes করে ভর্তি হতে পারবে। মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হতে পারে।

💥আবেদনের ৩য় পর্যায়:
***********************
১. যাঁরা ২য় পর্যায়েও চান্স পাবে না তাঁরা ৩য় পর্যায়ে আবারো আবেদন করবে।
২. ৩য় পর্যায়ের রেজাল্টও আবেদনের ১ দিন পরে দিবে।
৩. ৩য় পর্যায়ে মাইগ্রেশন অপশন থাকবে না।
৪. ৩য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে।

৩য় পর্যায়ে অনলাইনে কলেজ কনফার্ম করা শেষ হলে, ১ দিন পর থেকে কলেজে গিয়ে চান্সপ্রাপ্ত সবাইকে চূড়ান্ত ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তির সময় ৬ দিন থাকে। তাই, এই ৬ দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা সহ কলেজে ভর্তি হয়ে আসতে হবে।




0 Comments:

Post a Comment

🤔 কিছু জানতে চাইলে কমেন্টে লিখুন !